হাটহাজারী-ফটিকছড়ি ও পটিয়া আসন চায় হেফাজত

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দুই সম্ভাব্য প্রার্থী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করেছেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। প্রার্থিতা নিয়ে প্রতিযোগিতা রয়েছে। তবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবে।

চট্টগ্রাম-২ আসন থেকে নেজামে ইসলামী পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ শাহজাহান, হাটহাজারী আসন থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির ও পটিয়া আসনে হেফাজতে ইসলামে যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

পটিয়া থেকে আসনের সম্ভাব্য প্রার্থী হেফাজত ইসলাম ও নেজামে ইসলামী পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী পূর্বকোণকে বলেন, দ্বীনি শিক্ষা, ইসলামী রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে ইসলামপন্থী আলেম-উলামাদের বড় ভোটব্যাংক রয়েছে। বিএনপিও চায়, আগামী সংসদে ইসলামপন্থী শীর্ষ আলেম-উলামাদের সমন্বয়ে সব দলকে নিয়ে সরকার গঠন করতে।

বিএনপির দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে নিয়ে বিএনপি বিরোধী জোট গঠনে তৎপর রয়েছে। বিএনপিও জামায়াতবিরোধী জোটের বিকল্প হিসেবে ইসলামপন্থী হেফাজতভুক্ত দলগুলোকে নিয়ে বিকল্প জোট গঠনে জোর চেষ্টায় রয়েছে