ফিলিস্তিনি সেন্ট্রাল কাউন্সিলের বৈঠকে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনির কাছে ছেড়ে দিয়ে হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
জানা গেছে, পশ্চিম তীরের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়া এই বৈঠকে অন্যান্য দেশের প্রতিনিধিরাও যোগদান দেন। বৈঠকে এক বক্তব্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার পরিস্থিতির জন্য মূলত হামাসকেই দায়ী করেন।
এছাড়া অবিলম্বে ফিলিস্তিনির কাছে অস্ত্র সমর্পণ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, ‘হামাসের এই সমস্ত কর্মকাণ্ডের পরিণতি হলো আগ্রাসন, ধ্বংস এবং আমাদের জনগণের ভবিষ্যৎ সম্ভাবনার অবসান, যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। হামাস গাজায় তাদের ক্ষমতা ও কর্তৃত্ব দখলের সম্পূর্ণ অবসান ঘটাতে এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গ্যানাইজেশনের কাছে দায়িত্ব ছেড়ে দিতে তারা আমাদের ও আমাদের জনগণের কাছে দায়বদ্ধ।’
তিনি বলেন, ‘হামাসকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ শেষ করতে হবে। সমস্ত বিষয়সহ এই উপত্যকা সম্পূর্ণরূপে হস্তান্তর করতে হবে এবং ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশে হামাস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত।