
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ৩০ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ‘কুমিল্লা স্টিল বাম্পার দোকান’ নামক প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক মোঃ রাসেল হোসেন জানান, প্রতিদিনের মতো ২৮ ডিসেম্বর রাত ১০টায় তিনি দোকান বন্ধ করে বাসায় যান। ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ১:৩০ থেকে ১:৩৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোরচক্র দোকানের পেছনের দরজার তালা কৌশলে কেটে ভেতরে প্রবেশ করে।
লুট হওয়া মালামালের বিবরণ:
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি অনুযায়ী, চোরেরা ক্যাশ বাক্সে সংরক্ষিত নগদ ৩৭,০০০ টাকা, প্রায় ১৫,০০০ টাকা মূল্যের বৈদ্যুতিক তার এবং আনুমানিক ২০,০০০ টাকা সমমূল্যের অন্যান্য মালামাল নিয়ে চম্পট দেয়। সব মিলিয়ে প্রায় ৭২ হাজার টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এই ব্যবসায়ী।
ঘটনার পর আশপাশে খোঁজাখুঁজি করে চোর শনাক্ত করতে না পেরে মো: রাসেল হোসেন হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে হালিশহর থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
আগ্রাবাদ এক্সেস রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তারা এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।