১০৫ শহীদ পরিবারকে অর্থ সহায়তা

  1. জুলাইয়ে ছাত্র–জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। গতকাল শনিবার নগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলম। এসময় নিহতদের পরিবারের সদস্যদের সাথে তারা সাক্ষাৎ করেন এবং প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। গতকাল সকাল সাড়ে ১০টায় শুরু হয় এ অনুষ্ঠান। এসময় সমন্বয়ক ও ছাত্রনেতাদের দেখে নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের কেউ হারিয়েছেন বাবাকে, কেউ সন্তান, কেউ বা হারিয়েছেন প্রাণপ্রিয় স্বামীকে। তাদের কান্নায় পুরো মিলনায়তন জুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। চারদিকে শুধু কান্নার আওয়াজ। যে নীরবে বসে আছে তারও চোখে পানি। এ দৃশ্য দেখে চোখ ভিজে উঠে অনেক গণমাধ্যমকর্মীরও।অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের একটি ডকুমেন্টারি দেখানো হয়। তা দেখে আরও আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। কোনোভাবেই স্বজন হারানোর বেদনা ভুলতে পারছেন না তারা। এসময় সারজিস আলমকে জড়িয়ে ধরে এক শহীদের মা বিলাপ করে করে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র অবলম্বনকে হারানোর সেই দুঃসহ স্মৃতি তারা যেন কোনোভাবেই ভুলতে পারছেন না। তাদের এ শোক কোনোদিন শেষ হবে না। রাষ্ট্র যাতে তাদের এ ত্যাগের কথা ভুলে না যায় সেই অনুরোধ জানান শহীদ পরিবারের সদস্যরা। রাষ্ট্র যেন সবসময় তাদের পাশে থাকে এবং সকল শহীদের বিচার নিশ্চিত করে– সেই দাবিও জানান তারা।

সূত্রে আজদী