২৪ নং ওয়ার্ড উত্তর আগ্রাবাদে পৈতৃক সম্পত্তি উদ্ধার, দীর্ঘদিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ!

বেলাল হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড, উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়ায় দীর্ঘদিনের অবৈধ দখল থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার করলেন আসল মালিকেরা। মৃত ফেয়ার আহাম্মদ কন্ডাক্টরের ওয়ারিশগণ, সহোদর ভাই-বোন মোঃ মনির হোসেন, মোহাম্মদ জাকির আহমেদ, রাশেদা বেগম, মোহাম্মদ আলাউদ্দিন, এবং মোহাম্মদ সালাউদ্দিনসহ মোট সাতজন, আজ শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) তাদের বেদখল হওয়া জায়গা পুনরুদ্ধার করেন।

জমি দখলের অভিযোগ:

জানা যায়, মৃত ফেয়ার আহাম্মদ কন্ডাক্টরের ছেলে নাসির উদ্দিন (পিতা: পেয়ার আহমদ কন্ডাক্টর) দীর্ঘদিন যাবৎ তার আপন ভাই-বোনদের সাতজনের মালিকানাধীন এই জায়গাটি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন।

সমাজ কমিটির হস্তক্ষেপ ব্যর্থ:

এ বিষয়ে স্থানীয় রঙ্গীপাড়া এক নম্বর সমাজ কল্যাণ পরিচালনা কমিটি পদক্ষেপ নেয়। কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াকুব, মোঃ মনিরুল ইসলাম এবং মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা অবৈধ দখলদার নাসির উদ্দিনকে জায়গাটি আসল মালিকদের কাছে ফেরত দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করেন। কিন্তু দখলকারীরা এতে রাজি হননি।

মালিকদের সম্মিলিত উদ্যোগ:

অবশেষে, কোনো উপায় না দেখে, আজ ১৪ নভেম্বর ২০২৫ তারিখে জায়গার প্রকৃত মালিকেরা সবাই মিলে সম্মিলিতভাবে তাদের পৈতৃক সম্পত্তিটি দখলমুক্ত করেন।

সাংবাদিকদের সাথে যোগাযোগে অনীহা:

এই ঘটনা প্রসঙ্গে জানতে চেয়ে অবৈধ দখলদারদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় পর্যায়ে এই সম্পত্তি উদ্ধারে  স্থায়ী লোকজন সঠিক বলে সাংবাদিকদেরকে  বলেছেন।