২৫ ডিসেম্বর বেলা পৌনে ১২টায় দেশে পৌঁছাবেন তারেক রহমান

২৫ ডিসেম্বর বেলা পৌনে ১২টায় দেশে পৌঁছাবেন তারেক রহমান

 অনলাইন ডেস্ক

দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই তথ্যে বলা হয়, ‘প্রায় দীর্ঘ ১৮ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বেলা পৌনে ১২টায় তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।’

এদিকে, দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা বিমানবন্দর এলাকা সরেজমিনে পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের ইতিহাসের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাক। সারা দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছে।’

তারেক রহমান কীভাবে ফিরছেন—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট।

তাকে কোথায় সংবর্ধনা দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য ও কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, এই বিষয়টি বিবেচনায় রেখেই আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি।’