৩১ জুলাই স্মরণে চট্টগ্রাম আদালতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন আইনজীবীদের

২০২৪ সালের ৩১ জুলাইয়ের ঘটনাকে স্মরণ করে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের আইনজীবীরা। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) সকালে বৈরী আবহাওয়া ও বৃষ্টির মাঝেও কর্মসূচিতে অংশ নেন শত শত আইনজীবী।

 

গেল বছরের মতো এবারও কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাথায় বাঁধা ছিলো প্রতীকী লাল কাপড়। আইনজীবী ভবন থেকে শুরু হয়ে আদালত ভবন প্রদক্ষিণ করে শেষ হয় ‘মার্চ ফর জাস্টিস’।

 

 

 

কর্মসূচিতে আইনজীবী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মতবিনিময় সভাতেও যোগ দেন রাজনীতিক, ছাত্র ও সাধারণ মানুষ।

বক্তারা বলেন, ‘গত বছর ৩১ জুলাই আদালত চত্বরে ছাত্র-জনতার সঙ্গে আইনজীবীরাও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শামিল হয়েছিলেন। ওইদিন জেলা প্রশাসনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ন্যক্কারজনক হামলা প্রমাণ করেছিল, আন্দোলন দমনেই রাষ্ট্রযন্ত্র নেমে এসেছিল।’

তারা আরও বলেন, ‘চট্টগ্রাম আদালত চত্বরে ৩১ জুলাইয়ের সেই গণপ্রতিরোধই আন্দোলনের গতিপথ বদলে দেয়। সেই কারণেই দিনটি শুধু স্মরণের নয়, প্রতিরোধের প্রতীক হিসেবেও পালিত হচ্ছে।’

দিবসটির অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’র পাশাপাশি আদালত চত্বরে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়।