দেবে না বিএনপি। পাশাপাশি মিত্র দল ও জোটের কয়েক শীর্ষ নেতার আসনেও একই কৌশল নেবে দলটি।
এদিকে গতকাল শুক্রবার রাতে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে যোগাযোগ করলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ২৬ অক্টোবর ঢাকার গুলশান অফিসের বৈঠকে উপস্থিত থাকতে কেন্দ্র থেকে ফোন পেয়েছি। ইনশাআল্লাহ ওই বৈঠকে যোগ দিব। এতদিন মাঠে ছিলাম, বিগত ১৭ বছর দলের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্তও থেকেছি। অসংখ্য মামলার আসামি হয়েছি, জেলে খেটেছি। এবার ভাগ্যের পরীক্ষা হবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আগামীকাল ২৬ অক্টোবর ঢাকার গুলশান অফিসে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকের কথা স্বীকার করে পূর্বকোণকে বলেন, ‘ওই বৈঠকে চট্টগ্রামের ১৬, কক্সবাজারের ৪, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৩, নোয়াখালীর ৬, লক্ষ্মীপুরের ৪ এবং ফেনী জেলার ৩ আসনসহ ৩৬ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়েছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে।’