ছবির ক্যাপশন: মোহাম্মদ ইয়াছিন (১৯)।

স্টাফ রিপোর্ট।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা হাসপাতালের পুকুর থেকে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা বলে জানান স্থানীয়রা।

রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা হাসপাতালের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ইয়াছিন আনোয়ারা উপজেলা হাসপাতালের সামনে মরিয়ম হোটেলের কর্মচারী ছিলেন। সকাল ১০টার দিকে হাসপাতালের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও কেউ কোন সন্ধান পায়নি। পুকুর ঘাটে তার পায়ে থাকা স্যান্ডেল, কাপড় ও সাবান দেখে মরিয়ম হোটেলের মালিক ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। দুপুর ১২টার দিকে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর দুপুর ১ টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান বলেন, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর ঘাটে জামা-কাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দলের সদস্যরা। পরে অভিযানে পুকুর থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।