অভিভাবকহীন’ দুদকে টালমাটাল অবস্থা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যে আজ সোমবার দেশব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালন করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এবার এমন এক সময়ে দিবসটি পালন করা হচ্ছে, যখন গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বিগত সরকারের রাঘব বোয়ালদের গত সাড়ে ১৫ বছরের অসংখ্য দুর্নীতির হিসাব নেওয়ার সময়। অথচ এই সময়ে দেড় মাস ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে শূন্য রয়েছে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদ।এতে দুদকের কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। দুর্নীতির অনুসন্ধান ও বিচারের শেষ ধাপ পর্যন্ত প্রয়োজন হয় কমিশনের অনুমোদন। বর্তমানে দুদকে চেয়ারম্যান ও কমিশনার না থাকায় ‘অভিভাবকহীন’ হয়ে প্রতিষ্ঠানটির টালমাটাল অবস্থা। আর এই সুযোগে প্রতারকচক্র দুদকের নাম ভাঙিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে