লোহাগাডায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত।

প্রতিনিধি লোহাগাড়ায়

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা পরিষদ সংলগ্ন মডার্ন কমিউনিটি সেন্টারের একটি হলরুমে মফস্বল সাংবাদিক সোসাইটি ও মানবাধিকার প্রতিদিন পত্রিকার যৌথ উদ্যোগে আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় আন্তর্জাতিক মহান মানবধিকার দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সাতকানিয়া লোহাগাড়া প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক মানবাধিকার কর্মী মোঃ নুরুল আলম কোম্পানি।
সঞ্চালনা করেন মানবাধিকার প্রতিদিনের বিশেষ প্রতিনিধ মানবাধিকার কর্মী সাংবাদিক সাইফুল ইসলাম,
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্ব মফস্বল সাংবাদিক সোসাইটির লোহাগাড়া উপজেলার সভাপতি সাংবাদিক হেলাল চৌধুরী ও লোহাগাড়ার ছাত্র প্রতিনিধি সমন্বয়ক তাফহিমুর রহমান রাফি,ও লোহাগাডা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক মানবাধিকার কর্মী মোহাম্মদ মিজানুর রহমান নিশান,ও মফস্বল সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক মুন্সি শাহাবুদ্দিন,
ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মিনহাজ কোম্পানি মামুনুর রশিদ, মোঃ মিনহাজুর রহমান, ছাত্র মানবাধিকার কর্মী মোঃ মারুফ ও সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী সি আর বি দিদার এলাহী, মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী মোহাম্মদ তারেক মোঃ আমিনুল হক মোহাম্মদ রফিক সওদাগর মোঃ শফিক সওদাগর ইত্যাদি প্রমুখ উপস্থিত ছিলেনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি নুরুল আলম কোম্পানি বলেন স্বৈরাচার সরকারের আমলে বিগত ১৬ বছর আমরা মানবাধিকার থেকে বঞ্চিত ছিলাম কৃষক শ্রমিক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কেউ নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে নাই আমরা এখন সবাই একত্রিত হয়ে মানবাধিকার নিয়ে কাজ করব অসহায় দারিদ্র্য নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ অন্তত দৈনিক একটি করে মানবসেবার কাজ করার জন্য সবাইকে আশ্বস্ত করেন।