বিজয়নগরে তিন গাড়ির সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও হায়েস গাড়ির ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বারঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর এলাকার মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামের লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।

আহতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর গ্রামের হাজী আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০), একই গ্রামের শহিদ মিয়ার ছেলে আব্দুল হামিদ মাসুদ (৬০), হাজী আব্দুল সোবানের ছেলে মো. বিল্লাল হোসেন (৩০), হাজী আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধুন্তী এলাকার মিজান মিয়ার ছেলে তানভীর (১০)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জানান, আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় ড্রামভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি হায়েস গাড়ি ও সিলেটগামী একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি আরো জানান, সংঘর্ষে তিনটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে হায়েস গাড়িতে থাকা এক শিশু ও এক বৃদ্ধ মহিলা ঘটনাস্থলেই মারা যান।