চট্রগ্রামের কণ্ঠ ডেস্ক:
চট্টগ্রামের কর্ণফুলীতে মো. ইমাম হোসেন আতিক (২৬) নামে মোবাইল ফোন চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, পুলিশ গ্রেপ্তারকৃত চোরচক্রের সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ছিনতাই চক্রের সঙ্গে জড়িত বলে স্বীকার করে। দীর্ঘদিন ধরে আশপাশের এলাকায় চোরাই মোবাইল ফোন বেচাকেনা করে আসছে বলেও পুলিশকে জানায়।