Search
Close this search box.

বাংলাদেশ নিয়ে রিপাবলিক বাংলার ফের মিথ্যা খবর

বাংলাদেশ নিয়ে ফের মিথ্যা খবর প্রচার করেছে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা। এবার তারা একটি ভিডিও শেয়ার করে প্রচার করছে, ভারতের মালদহ সুকদেবপুর সীমান্তে কিছু বাংলাদেশি অনুপ্রবেশ করে রাতের আঁধারে কৃষিজমির ফসল নষ্ট করেছে।

বাংলাদেশি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ এবং রিউমার স্ক্যানার অনুসন্ধান করে জানতে পারে, ভিডিওটি বাংলাদেশের ভেতরেই ধারণ করা। এটি বাংলাদেশের মেহেরপুরে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশাগ্রস্ত কৃষকদের নিজ জমির ফুলকপি নষ্ট করার দৃশ্য।

রিপাবলিক বাংলার প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে জানা যায়, মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজে গত ১ জানুয়ারি ‘দাম না পেয়ে ক্ষেতেই ফুলকপি নষ্ট করছেন মেহেরপুরের কৃষকরা’ ক্যাপশনে প্রকাশিত একটি পোস্টে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিও বিশ্লেষণে দেখা যায়, মেহেরপুরের কৃষকরা কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ক্ষোভে নিজেদের জমির ফুলকপি নষ্ট করছেন। ভিডিওতে উপস্থিত কৃষকদের সাক্ষাৎকারেও তারা জানান, ন্যায্য মূল্য না পাওয়ার হতাশা থেকেই ফসল নষ্ট করেছেন তারা।

শুধু তাই নয়, নাগরিক টিভির ফেসবুক পেজে গত ২ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে আলোচিত ভিডিওটির বিস্তারিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটি মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ধারণ করা হয়েছে। সেখানে প্রতি পিস ফুলকপি মাত্র ১ টাকায় বিক্রি হওয়ায় ন্যায্য মূল্য না পেয়ে হতাশ কৃষকরা প্রতিবাদস্বরূপ নিজেদের জমির ফুলকপি নিজেরাই নষ্ট করতে বাধ্য হন।

এ ছাড়া মেহেরপুরে কৃষকদের ফুলকপি নষ্ট করার ঘটনাটি নিয়ে দেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। সুতরাং, রিপাবলিক বাংলায় প্রচারিত ভিডিওর প্রেক্ষিতে উক্ত দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।