Search
Close this search box.

দুই সন্তান নিয়ে কারিনা এবার কারিশমার বাড়িতে

বলিউডের ‘ছোট নবাব’-এর ওপর এ হামলার খবরে উদ্বিগ্ন পুরো চলচ্চিত্রজগৎ ও তার ভক্তকুল। বড় তারকা দম্পতির বাড়িতেই এ হামলা মুম্বাইয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। সাইফ আলি খানের ওপর হামলার পর কেটে গেছে পুরো একটা দিন। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এদিকে, এ ঘটনার জেরে বিটাউনেও আতঙ্কের ছায়া। তাই দুই সন্তানকে নিয়ে আপাতত বোন কারিশমা কাপুরের বাড়িতে রয়েছেন কারিনা কাপুর। বান্দ্রা এলাকায় একের পর এক বলিউড তারকার বাংলোয় হামলার ঘটনায় মুম্বাই প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড তারকা থেকে শুরু করে তাদের ভক্ত-অনুরাগীরা।

তারা বলছেন, গতবছরই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন বিষ্ণোই গ্যাং গুলিবর্ষণ, এবছরের শুরুতেই বান্দ্রার ‘সৎগুরু শরণ’ বাংলোয় সাইফ আলি খানের উপর এলোপাথাড়ি ছুরিকাঘাত, এ ঘটনার পর বান্দ্রা কি নিরাপদ? প্রশ্ন উঠেছে তারকামহলে। এমন ঘটনায় গর্জে উঠেছেন রবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, কারিশমা, তান্নাসহ একাধিক তারকা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাইফ আলি খানের অস্ত্রোপচারের আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন কারিনা কাপুর। এ সময় বাবাকে দেখতে আসেন সারা আলি খান এবং ইব্রাহিমও। হাসপাতালে দেখা যায় বোন-জামাই সোহা এবং কুণাল খেমুকে। হামলার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান রণবীর কাপুর এবং আলিয়া ভাটও।