গাজায় ১৫ মাস পর যুদ্ধবিরতির সংবাদে খুশির বন্যা বয়ে গেছে ইরানেও। গতকাল রাজধানী তেহরানে তারা গোলাপ দিয়ে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে -এএফপি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে হামাস ও ইসরায়েল দুই পক্ষই রাজি হয়েছে। যুদ্ধবিরতি সম্মতির এ ঘোষণা আসে গত বুধবার রাতে। এর পরও গাজায় ইসরায়েলি হামলায় গতকাল পর্যন্ত নিহত হয়েছেন ১১৩ জন।
এদিকে গতকাল ইসরায়েলি পার্লামেন্টে যুদ্ধবিরতি ও জিম্মি ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ভোটাভুটি হয়েছে। যদিও এর আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি সম্মতির ঘোষণা দেন। যুদ্ধবিরতি নিয়ে এমন শেষ মুহূর্তেও ইসরায়েল গাজায় হামলা থেকে সরে আসছে না। সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার সকালের দিকে জানায়, গাজার জাবালিয়ার একটি বাড়িতে ভয়াবহ হামলায় একসঙ্গে ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশু আছে। যারা এক ফিলিস্তিনি সাংবাদিকের পরিবারের সদস্য। যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে উত্তর গাজার জাবালিয়ায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। গতকাল বৃহস্পতিবার সেখানে অন্তত ২০ জন নিহত হন।
গত ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় বর্বরতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় সেখানে ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি। গত বুধবার যখন যুদ্ধবিরতির ঘোষণা আসে, তখন উপত্যকাটির সাধারণ মানুষ উল্লাস করতে রাস্তায় নেমে আসেন। তবে এর কিছুক্ষণ পরই সেখানে হামলার তীব্রতা বাড়িয়ে দেয় তারা।
‘নিপীড়কের কাছে মাথা নত করেননি গাজাবাসী’: ইসরায়েলি বর্বরতার কাছে কিছুতেই মাথা নত করেননি গাজা উপত্যকার ফিলিস্তিনিরা। এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। খবর আল জাজিরার।
ইসরায়েলি সরকারকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন এরদোগান। সংবাদ সম্মেলনে এরদোগান গাজার জনগণের প্রতি তাদের বাধ্যবাধকতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্বকে গাজার জনগণের প্রতি তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘৫০ হাজারেরও বেশি মানুষ যাদের বেশির ভাগই নারী ও শিশু নিহত হওয়ার পরও গাজা আত্মসর্পণ করেনি। তাদের দমন করা যায়নি। গাজাবাসীরা নিপীড়কদের কাছে মাথা নত করেননি।