১৯ বছর বয়সী ডিফেন্ডার ভিতো হেইসের সঙ্গে সাড়ে ৪ বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি।
ব্রাজিলিয়ান ফুটবলে ভিতো হেইসের দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে ইউরোপিয়ান ক্লাবগুলোর। তাকে পেতে রেয়াল মাদ্রিদসহ অভিজাত অনেক ক্লাবের আগ্রহের কথাও শোনা গেছে। শেষ পর্যন্ত ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টানতে সফল হয়েছে ম্যানচেস্টার সিটি।
পালমেইরাস থেকে সাড়ে ৪ বছরের চুক্তিতে হেইসকে দলে নেওয়ার কথা মঙ্গলবার জানায় সিটি। তবে চুক্তির আর্থিক লেনদেন নিয়ে কিছু জানানো হয়নি।
হেইসকে এখনই ছাড়তে অনিচ্ছুক ছিল ব্রাজিলিয়ান সেরি আর ক্লাব পালমেইরাস। চলতি বছরের ক্লাব বিশ্বকাপে এই ডিফেন্ডারকে পাওয়ার আশায় ছিল তারা। কিন্তু শিগগিরই সিটিতে যোগ দেবেন হেইস।
পালমেইরাসের একাডেমিতে বেড়ে ওঠা হেইস ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন। গত জুনে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ১৮টি লিগ ম্যাচে পালমেইরাসের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
অল্প এই সময়েই পারফরম্যান্স দিয়ে ইউরোপের ক্লাবগুলোর চোখে পড়ে যান হেইস। এখন তিনি খেলতে যাচ্ছেন ইউরোপের সেরা ক্লাবগুলোর একটিতে। নতুন করে নিজের স্কোয়াড সাজাতে চাচ্ছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। সেখানে গুরুত্বপূর্ণ সদস্য মনে করা হচ্ছে সেন্টার-ব্যাক ও রাইট-ব্যাক হিসেবে খেলতে পারদর্শী হেইসকে।
আগের দিন সিটি দলে টেনেছে উজবেকিস্তানের ২০ বছর বয়সী ডিফেন্ডার আব্দুখোদির কুজানভকে। নিজ দেশে যিনি সবচেয়ে বেশি পরিচিত ‘দা ট্রেইন’ নামে। ফরাসি ক্লাব লঁস থেকে আসা এই তরুণের সঙ্গে এবার যোগ দিলেন হেইসও।