Search
Close this search box.

গাজায় যুদ্ধবিরতির পর প্রবেশ করেছে ২৪০০ ত্রাণবাহী ট্রাক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত ২ হাজার ৪০০টিরও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। জাতিসংঘের শীর্ষস্থানীয় ত্রাণবিষয়ক কর্মকর্তা মুহান্নাদ হাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন উপত্যকাটিতে ছয়শ’রও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার কথা রয়েছে। তবে গাজায় এই লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ট্রাক প্রবেশ করেছে। যার ফলে এখন পর্যন্ত উপত্যকাটিতে ২ হাজার ৪০০টিরও বেশি ট্রাক প্রবেশ করেছে।

মুহান্নাদ হাদি বলেছেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলার কোনো স্পষ্ট সমস্যা দেখা যায়নি।

তিনি বলেন, গত তিন দিনে ছোটখাটো লুটপাটের ঘটনা ঘটেছে, তবে ‘আগের মতো নয়’।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, তবে এটি সংঘবদ্ধ অপরাধ নয়। খাবারের ঝুড়ি নেওয়ার চেষ্টায় শিশুরা কিছু ট্রাকে ঝাঁপিয়ে পড়ে। আরও কিছু লোক ছিল (যারা) বোতলজাত পানি নেওয়ার চেষ্টা করছিল।
তিনি বলেন, ‘আশা করি কয়েক দিনের মধ্যে গাজার মানুষ বুঝতে পারবে তাদের জন্য পর্যাপ্ত সাহায্য থাকবে তখন এসব দূর হয়ে যাবে।’