ডেস্ক নিউজ।
চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্ট আনোয়ারা উপজেলার সদস্য সচিব রাহুল ধরের উপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটেছে। এসময় দুষ্কৃতকারীরা ৫ লাখ টাকাও ছিনিয়ে নেন বলে তিনি অভিযোগ করেন। এঘটনায় রোববার রাতে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সদস্য সচিব রাহুল ধর।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ফায়ার সার্ভিসের স্টেশনের সামনে এঘটনাটি ঘটে।
হামলার শিকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের আনোয়ারা উপজেলার সদস্য সচিব রাহুল ধর অভিযোগ করে বলেন, বিকেলে আমার স্বর্ণের দোকান থেকে চাতরী দোকানে আসার পথে ৫-৬ জন দুষ্কৃতকারী পথরোধ করে মারধর করে। এসময় সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেন। ব্যাগে নগদ ৫ লাখ টাকা ছিলো। স্থানীয়রা এগিয়ে আসলে কোনো রকমে প্রাণে রক্ষা পাই। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।