রিপোর্ট শামসুল আলম রানা
পাঁচলাইশ মডেল থানার একটি আভিযানিক পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ইং ২৪/০১/২০২৫ তারিখ রাত ০১:০৫ ঘটিকায় পাঁচলাইশ মডেল থানাধীন সামার হিল উপ-পরিচালক, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রক, চট্টগ্রাম কার্যালয়ের পশ্চিম পাশের পাহাড়ের ঢালে দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র সহ ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১। সবুজ (২৪), ২। মোঃ বেলাল (২৪), ৩। মোঃ ফয়সাল (২৪), ৪। রবিউল (২৪), ৫। মোঃ বশর (২৩), ৬। মোঃ ফজলে রাব্বি (২৪), ৭। সোহেল (২৩), ৮। মোঃ সাইফুল (২৮)’দের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের সহযোগী অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামীগণ সহ তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় রাতের আধারে সিএনজি, অটোরিক্সা, রিক্সা ও পায়ে হেটে চলাফেরা করে সুযোগ সন্ধান করতে থাকে, বিশেষ করে ভোর বেলায় সাধারণ যাত্রী ও পথচারীদের জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। এরই প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-১০,তারিখ-২৪/০১/২০২৫ ইং,ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।
