ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আহাদ ওই ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে।
সোমবার (২৭ জানুয়ারি) এ প্রসঙ্গে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন রাখা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলমের কাছে।
কুলাউড়া সীমান্তের এ ঘটনা নিয়ে তিনি বলেন, আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা যতটুক দেখেছি, এটা অনেকটা পারিবারিক দ্বন্দ্বের মতো। কিন্তু এখানে সীমানা লঙ্ঘনের ঘটনা রয়েছে এবং বিজিবি বিএসএফের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে। আমাদের কাছে আর বিস্তারিত তথ্য নেই।
তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং খোঁজ-খবর নিচ্ছে বলে জানিয়েছেন রফিকুল আলম।