Search
Close this search box.

ভালোবাসা দিবসে আসছে নাঈম-মিথিলার ‘জলে জ্বলে তারা’

নাটকীয়তার অবসান শেষে চার বছর পর পর্দায় আসছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলার জুটিবদ্ধ সিনেমা ‘জলে জ্বলে তারা’। ছোট পর্দায় জুটিবেঁধে কাজ করলেও এবারই প্রথম তাদের বড় পর্দায় দেখা যাবে।

সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পায়। ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে করোনাকালীন সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়।

জানা গেছে, আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিনমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।

চরিত্র নির্ধারণ ও শিল্পীদের নির্বাচনের পর ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। করোনার সেই সময়ে মাত্র তিন সপ্তাহেই শুটিং শেষ হয়।

এরপর একাধিকবার সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু নানা কারণে তা বাতিল হয়ে যায়। গত বছরও সিনেমাটি মুক্তির তালিকায় ছিল। কিন্তু জুলাই বিপ্লবের কারণে আর মুক্তি দেননি নির্মাতা। এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি দর্শকের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা অরুণ চৌধুরী বলেন, এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি।

রোমান্টিক, মানবিক গল্পে নাঈম-মিথিলার রসায়নে সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন বলে প্রত্যাশা নির্মাতার।

এদিকে দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।

সিনেমাটিতে নাঈম-মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।