Search
Close this search box.

বান্দরবান বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী, সদস্য সচিব জাবেদ রেজা

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

দীর্ঘ সাত বছর পর বান্দরবানে বিএনপির পাঁচ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (০২ফেব্রুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

কমিটিতে সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যরা হলেন,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রশীদ ও সদস্য রাজপুত্র বধূ মাম্যাচিং।

নেতাকর্মীরা জানান,সর্বশেষ ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।