Search
Close this search box.

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে দিনাজপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত উপহার বিতরণ

৫ ফেব্রুয়ারী বুধবার বিকাল ০৩ঘটিকায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি সাহিত্যিক মোছাঃ রোজিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও সমাজ সেবক জনাব এইচ এম ওসমান গণি চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, ফাউন্ডেশনের দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা কবি ইয়াসমিন আরা রানু, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ফখরুল হাসান পলাশ, কবি অদিতি রায়, কবি শেখ সহিদুল আলম সাজু, স্কুল শিক্ষিকা হাফিজা হাসু। বক্তারা বলেন, দিনাজপুর জেলা একটি শীত প্রধান দেশ। এখানে আমরা প্রতি বছর শীতার্ত মানুষের জন্য উপহার হিসেবে কম্বল বিতরণ করে থাকি। এছাড়া ঈদে পথ শিশুদের জন্য নতুন কাপড়, গরিব মানুষদের জন্য ঈদ উপহার প্রদান করে থাকি। আগামীতেও আমরা এই ধরনের কর্মকান্ড পরিচালনা অব্যাহত থাকবে। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মেহেনাজ পারভীন।