Search
Close this search box.

হরতাল: বগুড়ায় মশাল মিছিলের পর আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা

বগুড়ার ধুনট উপজেলায় মঙ্গলবারের হরতালের সমর্থনে মশাল মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলের পরপরই আওয়ামী লীগের তিনজনের বাড়ি ও দোকানে হামলা হয়।

সোমবার রাত ৯টার দিকে ধুনট উপজেলা সদরের বাজার এলাকা প্রদক্ষিণ করে মিছিল শেষ হতে না হতেই আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আওয়ামী নেতাকর্মীদের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছু হটে তিন জায়গায় হামলা চালিয়ে ভাঙচুর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, হরতালের সমর্থনে মশাল মিছিল করে আসার পর বিএনপির নেতাকর্মীরা তাদের তিন নেতার বাড়িঘর ও দোকানে হামলা চালায়। পরে আওয়ামী লীগ কর্মীদের প্রতিরোধে তারা পিছু হটে।

তবে হামলা-ভাঙচুরের কথা অস্বীকার করে ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন বলেন, “আওয়ামী লীগ মশাল মিছিল করার সময় জনতা তাদের প্রতিহত করে। কারও বাড়িতে কোনো হামলা হয়নি।”

ধুনট থানার ওসি মো. সাইদুল আলম বলেন, “হরতালের সমর্থনে আওয়ামী লীগের লোকজন মশাল মিছিল করার চেষ্টা করেছিল। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলার কোনো খবর আমার কাছে নেই। এখন পরিস্থিতি শান্ত।”