Search
Close this search box.

সিএমপির বন্দর থানা পুলিশের অভিযানে ৩টি সিআর সাজা ও ১টি সিআর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১ জন আসামি গ্রেফতার

বন্দর থানার অফিসার এসআই/মো: ইয়াছিন, এসআই/
শওকত ইমাম, এসআই/জয়নাল আবেদীন ও এএসআই/গোলাম মওলা সঙ্গীয় ফোর্সসহ ইং ২১/০২/২৫ তারিখে ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা মামলা নং-৪০১/২০২১ (সাজা), দায়রা মামলা নং-৭৮/২০২০(সাজা), দায়রা মামলা নং-৩৬৭/২০২১(সাজা) ও দায়রা মামলা নং-২৪১৫
/২০২০ এর মূলে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী ইশরাত জাহান চৌধুরী, পিতা-এনামুল হক চৌধুরী, মাতা-মনোয়ারা বেগম, সাং-ইমাম আহমদ রাজা মঞ্জিল (মুক্তিযোদ্ধা এনাম সাহেবের বাড়ী), টেকনো বিল্ডিং, ৬ষ্ঠ তলা, সল্টগোলা রেলক্রসিং, কোরবান আলী সওদাগর পাড়া, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম বর্তমানে-লওয়ার ডিভিশন এসিসট্যান্ট, ট্রাফিক ডিপাটমেন্ট, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন, বন্দর, চট্টগ্রামকে গ্রেফতার করেন।