Search
Close this search box.

নিজ বাসায় গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

অভিনেতা আজিজুর রহমান আজাদ রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও সাংবাদিক জাহিদুর রহমান।

জাহিদুর রহমান বেলা দুইটার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ’।

তার এই পোস্টেও কমেন্টে অনেকেই ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন। কেউ ভেবেছেন এটি নাটকের কোন দৃশ্য কি না। সেই সব মন্তব্যের জবাবে সাংবাদিক জাহিদুর রহমান বলেছেন, ‘না, ঘটনাটি বাস্তব। আজাদের নিজ বাড়িতেই তা ঘটেছে।’

আরেক জনের মন্তব্যে আরেকটু বিস্তারিত জানা যায়। উম্মে আইমান হোসেন নামের সেই নেটিজেন লিখেছেন, ‘আজ ভোর রাতে এই অভিনেতার বাড়িতে ডাকাতির উদ্দেশ্য একদল দূর্বৃত্তকারী প্রবেশ করে। ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আজাদ।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিনেতার বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, কয়েকটি নাটকে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই পরিচিত লাভ করেছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ।