ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় এই মঞ্চ থেকেই নতুন দলের যাত্রা শুরু হবে।
জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা জয়নাল আবেদীন শিশির বলেন, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের মূল মঞ্চের পেছনে গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া পাস বিতরণ করা হবে। মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে মিডিয়া পাস দেখাতে হবে। এক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের সহায়তা করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।
তিনি বলেন, দুপুর ১২টার পর শুধু মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম দিকের প্রবেশপথ দিয়ে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবে। দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।
দলীয় একটি সূত্রে জানা গেছে, নতুন দলটির আহ্বায়ক হচ্ছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি এই দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৎকালীন ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন। ২০২৩ সালের ৪ অক্টোবর ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে। নাহিদ এই সংগঠনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। এছাড়া সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তর) এবং হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) করা হচ্ছে। মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নাসির উদ্দিন পাটোয়ারী। আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসউদকে। নতুন দলের দপ্তর সম্পাদক করা হচ্ছে সালেহ উদ্দিন সিফাতকে।