লোহাগাড়া প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এই বছরও লোহাগাড়ার বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসায় ইফতার সামগ্রী পাঠাচ্ছেন, লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমিরাবাদের কৃতি সন্তান, মোঃ পারভেজ
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রভাবে সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের অবস্থা দিশেহারা। এরই মধ্যে মাহে রমজানে হু হু করে বাড়ছে ইফতার ও সেহরি সামগ্রীর দাম। এমন পরিস্থিতিতে অসহায়, দুস্থ, কর্মহীন, শ্রমিক ও দিনমজুর মধ্যবিত্ত মানুষরাসহ এতিমখানা ও হেফজখানার শিক্ষক শিক্ষার্থীরা পড়েছেন সমস্যায়। এসব মানুষের পাশে দাঁড়াতেই বিগত সময়ের মতো এ বছরও মানবিক কার্যক্রমে নেমেছেন রেমিট্যান্স যোদ্ধা ও লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিরাবাদের কৃতি সন্তান, মোঃ পারভেজ। সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মালবাহী ট্রাকে করে কয়েকটি মাদরাসা ও এতিম খানায় মালামাল পৌছে দেন মুহাম্মদ দেলওয়ার। পবিত্র রমজান মাসের শুরুতে ইফতার সামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দিত ছাত্র ও শিক্ষকরা। মাদরাসার ছাত্র-শিক্ষকরা শৃঙ্খলাবদ্ধ হয়ে উপহার গ্রহণ করছেন।
উপহার পাওয়া মাদরাসার শিক্ষকরা জানান, মুহাম্মদ পারভেজ’র বদান্যতায় আমরা প্রথম রোজায় ইফতার করতে পারছি, পবিত্র রমজান মাসজুড়ে আমরা ইফতার পাব। এর মাধ্যমে আমাদের এতিম ছাত্ররা খুবই উপকৃত হবে। পুরো মাসের ইফতার দেওয়ায় আমাদের সেই চিন্তা দূর হলো।