Search
Close this search box.

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম এর দোয়া ও মাহফিল সম্পন্ন

দৈনিক চট্টগ্রামের কন্ঠ ডেক্স
গতকাল ১৪ রমজান, শনিবার নগরী আগ্রাব্দাস্থ হোটেল জামান্স-এ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফোরামের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জাফর আলম লিটন সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক মহানগর বিএনপি নেতা নুরুল আবছার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক(সহ-সম্পাদক) মো: বেলাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নুরুল আমিন ভূঁইয়া বাদশা, ফোরামের অন্যতম উপদেষ্টা ইয়াকুব চৌধুরী।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে ফোরামের আত্মপ্রকাশ হইতে বর্তমান পর্যন্ত কর্মকান্ড নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত ফোরামের প্রধান উদ্যাগক্তা ও সম্মানিত সদস্য আলহাজ্ব সৈয়দ রবিউল হক শিমুল।

আরো বক্তব্য রাখেন, সাকেক সদস্য সচিব আবু আহমেদ মিঞা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন ও ফোরামের সহ সভাপতি প্রফেসর এ জি এম নিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, আবদুল আওয়াল বাবলু, মোস্তফা খোকন, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মহিউদ্দিন মজনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান সুমন।

আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি শাহদাত হোসেন বাবুল, সহ সভাপতি শাহ আলম, সিরাজুল ইসলাম টিপু, মেজবাহ আহমেদ, আবু তালেব ভূঁইয়া, আবুল কাশেম, কামরুল ইসলাম চৌধুরী আপেল, এডভোকেট আমিন আহমেদ লিটন, এনামুল হক মানিক, ছাত্রদল নেতা ইকবাল হোসেন, আজিজুল হক, জসিম উদ্দিন, মোহাম্মদ মিলন প্রমুখ।

প্রধান অতিথি বেলাল আহমেদ বলেন শহীদ জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফার আদোলে দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার সুফল সম্পর্কে জনগণের দোরগোড়ায় পোঁছে দিতে হবে। তিনি ন্যুনতম নির্বাচনী সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনী তফসিল ঘোষণার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

বিশেষ অতিথি নুরুল আমিন ভূঁইয়া বাদশা বলেন, আমি ঢাকাস্থ ফেনী পরিষদের সভাপতি তাই নানা পেশার নেতাদের সমন্নয়ে গঠিত এই ফোরাম গুলো জাতীয়তাবাদের শ্লোগানকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। এই সংগঠনের রাজনৈতিক ও সামাজিক সুফলগুলো ফেনীবাসীর কানে পোঁছে দিতে হবে।

বিশেষ অতিথি ফোরামের উপদেষ্টা এয়াকুব চৌধুরী বলেন আমি সবসময় ফেনীবাসীর পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তিনি জাতীয়তাবাদী নেতাকর্মীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভাপতি আলহাজ্ব জাফর আলম লিটন সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া মোনাজাত শেষে ইফতার গ্রহণের অনুরোধ জানিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।