Search
Close this search box.

দেশিয় অস্ত্রসহ মীরসরাইয়ে ৪ ডাকাত আটক

মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রশস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তন্দন্ত কেন্দ্রে এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, ফেনী জেলার লেমুয়া এলাকার মৃত হরেন্দ্র দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৪৫), চট্টগ্রামের সিতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন জাফর (২৫), একই জায়গার ভাটিয়ারী সিডিএ এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫) ও কুমিল্লা জেলার মাধবপুর এলাকার ফুল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১)।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাত দলের সদস্যদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। স্থানীয় ডাকাত দলের কোন সদস্য জড়িত আছে কী-না তা খতিয়ে দেখা হবে।