বিয়ে বাড়িতে ‘ডিজিটাল সালাম’, তারপর যা হলো!

বিয়ে বাড়িতে অনেক লোকজন, অনেক সালামি দেওয়া-নেওয়া হয়। কিন্তু রিপন (২৬) ভেবেছিল, ডিজিটাল যুগে সবকিছু অনলাইনে করলে কেমন হয়?

ঘটনার শুরু

বিয়েতে গিয়ে রিপন ভাবল,

“এখন তো সবাই অনলাইনে টাকা পাঠায়! আমিও ডিজিটাল সালাম দিবো!”

সে বরকে গিয়ে বলল,

“ভাই, বিকাশ নাম্বার দিন, ডিজিটাল সালাম পাঠাবো!”

বর তো অবাক!

“এটা কেমন সালাম? ক্যাশ আনিসনি?”

পাশ থেকে চাচা বলে উঠলেন,

“বাবা, টাকা তো হাতে দিতে হয়, বিকাশে দিলে আশীর্বাদও অনলাইনে চলে যাবে!” 🤣

রিপন বুঝল, কিছু ব্যাপার এখনো ডিজিটাল করা ঠিক হয়নি! 😆