Search
Close this search box.

লোহাগাড়ার উত্তর জঙ্গল পদুয়া, হাঙ্গর খালের বালি নিলাম,বাতিল চেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী

লোহাগাড়া প্রতিনিধ
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কিছু দুষ্কৃতিকারী, বালি নিলামের নামে হাঙ্গর খাল থেকে
বালি উত্তোলনের করে, প্রতিবছর হাজার হাজার ট্রাক বালি লুট করে নিয়ে গেছে, তারপলে হাঙ্গর কালের উপর নির্মিত উত্তর পদুয়া দুটি সেতু বর্তমানে ঝুঁটির মধ্যে আছে পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে যায়, তার ফলে হাঙ্গর পাড়ের চলাচলের অনেক পথ বন্ধ হয়ে যায় বর্তমানে অনেক ঘর বাড়ি বিলপ্ত হওয়ার পথে
সম্প্রীতিককালে, জেলা প্রশাসক কার্যালয় হইতে বালি মহল ইজারা দেওয়া বিজ্ঞাপন প্রচারে এলাকাবাসী আবারো আতংকিত হইয়া যায়
তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন
মাষ্টার হারুন আর রশিদ।আবদু রশিদ ভান্ডারী শাহ জাহান, আকতার হোসেন এনামুল হক, এহসানুল হক, মুরশেদ আলম ডাক্তার সেলিম, মাষ্টার হামিদ,সেলিম উদ্দিন,নাছির ড্রাইভার, দিদারুল আলম, ফয়েজ আহমেদ,মাসুম,হেলাল উদ্দিন,
সহ আরো অনেকে উপস্থিত ছিলেন
এ সময় মাষ্টার হারুন আর রশিদ, বলেন
জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
হাঙ্গর খালের বালি ইজারা বাতিল করে যেন জঙ্গল পদুয়া বাঁশি কে রক্ষা করেন।