সাদিক (২৪) একদিন হুট করে একটা অচেনা নম্বরে কল পেল। ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠ বলল—
📞 “হ্যালো? আপনি কি রায়হান?”
সাদিক কনফিউজ হয়ে বলল,
“না, আমি সাদিক।”
মেয়েটি বলল,
“ওহ! ভুল নম্বরে কল চলে গেছে।”
সাদিক উত্তর দিল,
“ভুল থেকে অনেক কিছুই শুরু হতে পারে!” 😉
এই এক কথাতেই শুরু হলো গল্প! এরপর প্রতিদিন ফোনে কথা, রাতে লম্বা লম্বা আড্ডা, ভালোবাসার গল্প!
কিন্তু ছয় মাস পর…
সাদিক একদিন মেয়েটিকে বলল,
“আমরা এতদিন ধরে কথা বলছি, দেখা করি?”
মেয়েটি বলল,
“হ্যাঁ, আমার বাসার সামনে আসুন।”
সাদিক গেল, গিয়ে যা দেখল তাতে তার মাথায় বাজ পড়ল!
ওপাশে দাঁড়িয়ে আছে এক ৫০ বছরের আন্টি! 😱
আন্টি হাসতে হাসতে বলল,
“বাবা, এতদিন যার সাথে কথা বলেছ, সে আমি!” 🤣
সাদিক মাথা নিচু করে বলল,
“ভুল নম্বরে প্রেম করাটা আসলেই ভুল!” 😫
Post Views: ১৫