একদিন রাকিব (২৩) নতুন ৫০০ টাকার নোট হাতে পেল। তার মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলল—
“এই নোটের ওপর লিখে রাখলে কেমন হয়?”
সে লিখল,
📜 “যে এই নোট পাবে, সে যেন আমাকে কল দেয়!”
📞 “রাকিব – ০১৭*****”**
তারপর সে দোকানে গিয়ে ওই নোট দিয়ে চা খেল।
কিন্তু বিপদ ঘটল ৭ দিন পর…
এক রাতে তার ফোন বেজে উঠল—
📞 “হ্যালো! তুমি কি রাকিব?”
রাকিব বলল,
“হ্যাঁ, আপনি কে?”
ওপাশ থেকে উত্তর এল,
“আমি ব্যাংক ম্যানেজার, এই নোট আমাদের ব্যাংকে এসেছে, তুমি কেন নোটের ওপর লিখেছ?”
রাকিব বলল,
“ভাই, ভুল হয়ে গেছে!”
ম্যানেজার বলল,
“বুঝতে পেরেছ, নোটের ওপরে লেখার দরকার নেই!” 😆
Post Views: ১৯