জাকির (২৭) নতুন স্মার্টওয়াচ কিনল। সেটার মধ্যে ছিল হার্টবিট সেন্সর, ওয়াটারপ্রুফ ফিচার, নোটিফিকেশন এলার্ট—সবকিছুই আধুনিক!
কিন্তু একদিন অদ্ভুত কিছু ঘটল!
⏳ সকাল ১০:০০ AM
📢 স্মার্টওয়াচ অ্যালার্ম দিল – “আপনার হার্টবিট বেড়ে গেছে!”
জাকির তো ভয় পেয়ে গেল! 😨
“আরে! আমার কি হার্ট অ্যাটাক হবে?”
সে তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল,
“তোমার কি কোনো উত্তেজনা হয়েছিল?”
জাকির বলল,
“হ্যাঁ, মোবাইলে একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম, শেষ বলে ছয় মেরে জিতেছে!”
ডাক্তার হাসতে হাসতে বলল,
“স্মার্টওয়াচ ঠিক আছে, ক্রিকেটের উত্তেজনা একটু কমাও!” 🤣
জাকির বুঝল,
“টেকনোলজি ভালো, কিন্তু সবকিছুকে অতিরিক্ত সিরিয়াস নেওয়া ঠিক না!” 😆
Post Views: ২২