Search
Close this search box.

স্ত্রী নয়, জীবনের সেরা চুমু খেয়েছিলেন এক তারকাকে

ব্যক্তিগত জীবন সাধারণত শুধু গোপন রাখাই নয়, ইন্ডাস্ট্রির স্পটলাইট থেকে প্রায় আলোকবর্ষ দূরে রাখেন রাখেন বলিউড তারকা জন আব্রাহাম। তবে সম্প্রতি, ব্যক্তিগত জীবনের একটি বড়সড় ঘটনার কথা জনসমক্ষে এনেছেন তিনি। যাকে, চমকপ্রদ স্বীকারোক্তি বলাটাই যুক্তিযুক্ত। জন জানালেন, তার জীবনের সবচেয়ে স্মরণীয় চুম্বনটি তিনি পেয়েছিলেন তার স্ত্রী প্রিয়া রঞ্চালের কাছ থেকে নয় বরং এক বলিউড তারকার কাছ থেকে! কি, জনসমক্ষে ‘ধুম’ অভিনেতার এহেন স্বীকারোক্তি শুনে চমকে উঠলেন তো? ওই রহস্যময় চুম্বনকারী পরিচয় জানতেও কি আপনি আগ্রহী?

ঘটনাটি ‘পাঠান’ ছবির সাফল্যের পর। আরও ভাল করে বললে, ‘পাঠান’-এর সাফল্য উদ্যাপন পার্টিতে! ঘটনাটি ঘটে যখন শাহরখ মঞ্চে বসা দীপিকাকে পাশ কাটিয়ে জনকে জড়িয়ে ধরে তার গালে স্মেহমাখা একটি চুমু এঁকে দেন। সেই স্মৃতিতে ডুব দিয়ে জন বলেন, “সেটা ছিল আমার জীবনের সেরা চুম্বন! কারণ তা পেয়েছিলাম শাহরুখের থেকে। কোনো মহিলার থেকে নয়। পাঠানের সাফল্য পার্টিতেই এই মুহূর্তটা জন্ম নিয়েছিল।” শাহরুখের বিষয়ে বলটি গিয়ে জন আরও বলেন, ” সম্ভবত, আমি যতজন তারকার সঙ্গে কাজ করেছি, শাহরুখ তাদের মধ্যে সেরা।”

জন আরও বলেন, “কী অসাধারণ একজন মানুষ শাহরুখ খান। অত্যন্ত নম্র এবং মায়াবী। ব্যক্তিত্বটাই একেবারে অন্য পর্যায়ের। একবার আমার ম্যানেজার আমাকে বলেছিলেন, ‘শাহরুখ আমাদের ভালোবাসার সত্যিকারের ধারণা শিখিয়েছেন এককথায় শাহরুখ এক পরিপূর্ণ পুরুষ।”

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম ছিলেন তিন প্রধান চরিত্রে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। ওই বছরের অন্যতম সবচেয়ে জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছিল ‘পাঠান’। আদিত্য চোপড়া প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় জন আব্রাহামকে প্রধান খলচরিত্রে ‘জিম’-এর চরিত্রে দেখা যায়, যিনি শাহরুখ খানের চরিত্রের সঙ্গে তীব্র দ্বন্দ্বে জড়ান। মুক্তির পর, ‘পাঠান’ হিন্দি ছবির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় জায়গা করে নিয়েছিল।