নড়াইলের কালিয়া উপজেলায় দু্ইপক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫৭) হত্যার জেরে পাল্টা হামলার প্রস্তুতিকালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সেনাবাহিনী। রবিবার (১৩ এপ্রিল) সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন – শরিফুল মোল্লা ( ৪৬),গোলাম হায়দার শেখ (৬৭), হাদিউল (২০),পারভেজ শেখ (৩০), মাহমুদুল হাসান (২০), আফতাব মোল্লা (৪৫), বুলু শেখ (৩৭), আল আমিন ইসলাম (৪৫), মোস্তাইন (৩০), হেমায়েত কাজী (৫০), হানিফ মোল্লা (৮৮),আফজাল মোল্লা ( ৫৫)।
উল্লেখ্য গত শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মিলন মোল্যা ও আকতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। তার জেরে শুক্রবার সন্ধ্যার দিকে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়াই। এতে ফরিদ মোল্যা (৫৭) গুরুতর জখম হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর শনিবার রাতে আফতাব গ্রুপের লোকজন পাল্টা হামলার প্রস্তুতি নিতে শুরু করে। খবর পেয়ে কালিয়া সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তাদের কাছে থেকে অ্যান্ড্রয়েড ফোন ৯টি, বাটন ফোন ৩টি, ঢাল ৫টি, বর্শা (স্টেইনলেস স্টিল পাইপ) ১টি,বাঁশের লাঠি ১৩টি জব্দ করে। পরে তাদেরকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, সেনাবাহিনী ১২ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।