খালেদা আক্তার, চট্টগ্রাম।
বোয়ালখালি উপজেলায় নববর্ষ উদযাপনের সময় উপজেলার ভেতরে NCP নেতা নাজমুস সাকিব এর উপর পূর্ব পরিকল্পিত হামলা চালানো হয়।
এ বিষয়ে নাজমুস সাকিব তামিম জানান, আজ সকালে বোয়ালখালি উপজেলা সকল প্রশাসন কর্মকর্তাদের সামনে আমি এবং আমার ছোটবোন ও সহযোদ্ধা দিদার, আলি হায়দারকে সহ সবাইকে অতর্কিত হামলা চালানো হয়। তারা দীর্ঘদিন আমাকে টার্গেট করে রেখেছে৷
গত রাতে তাদের গ্রুফে প্ল্যানিং করেছে আমাকে মেরে ফেলার জন্য, তাদের উদ্দেশ্য ছিলো উপজেলার নতুন ভবনে আমাকে নিয়ে গিয়ে মেরে ফেলা।
ভুক্তভোগী নাজমুস সাকিব কে (আরিফুস সাকিব যামীম) টেনে হিঁচড়ে ভবনের দিকে নিয়ে যেতে চাই, পরে তার দলবল সহ নাজমুস সাকিব কে অতর্কিত বেধরক মারধর করে।
ভুক্তভোগী নাজমুস সাকিব আরও বলেন, কোন সাহসে তারা আমাকে উপজেলা প্রশাসন এর সামনে হামলা করে??
সে আরো জানায়, হামলাকারী ব্যাক্তিরা সবাই আওয়ামীলীগের কর্মী এবং চাঁদাবাজ ছিলো।