ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে। সেটার জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে আমাদের লড়াইয়ের মাটিটা কিন্তু কঠিন এবং আগের চেয়েও অনেক বিপদসংকুল।

বুধবার (২৩ এপ্রিল) রংপুর শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি রংপুর জেলা ও মহানগর বিএনপির কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা-কর্মীদের পরামর্শ দিয়ে রুমিন ফারহানা বলেন, প্রত্যেককে যার যার এলাকায় কেউ জেলায় কেউ বিভাগে কেউ উপজেলায়, আপনারাই কিন্তু আপনার এলাকার বিএনপি। আপনারাই আপনার এলাকার পোস্টার এবং একমাত্র প্রতিচ্ছবি। কাজেই আপনি এমনভাবে চলুন যাতে মানুষ আরও বেশি ভালোবাসে বিএনপিকে। যাতে আপনাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হয় বিএনপির হাতকে আরও বেশি শক্তিশালী করার জন্য।

নতুন ধারা রাজনীতি নিয়ে তিনি বলেন, নতুন ধারার রাজনীতি কেমন যে দল গঠনের আগে কোটি টাকার সরকারি গাড়ি ব্যবহার করা হয়। এটা কেমন নতুন দল? নতুন সংস্কার? এটা কেমন রাজনীতি যে একেকজনের গাড়ি বহরে ১৫৫ থেকে ৬০টা গাড়ি থাকে। ৫ হাজার টাকা করে করে ধরলেও ৩ লাখ টাকা। এই টাকা আসে কোত্থেকে?

বিএনপির এই নেত্রী বলেন, আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগের মনে রাখা উচিত বাংলাদেশের রাজনীতিতে আসছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বলেই তারা বাংলাদেশের রাজনীতিতে আসতে পারছে। বিএনপি সেই রাজনৈতিক দল নিজের ভুল নিজে ধরতে নিজের সমালোচনা নিজে করতে চিন্তা করে না। এটাই বিএনপির বাইরের এবং ভেতরের গণতন্ত্রের সৌন্দর্য এবং আমাদের শক্তি। আমরা নিজের ভুল স্বীকার করি নিজের সমালোচনা নিজে করি এবং সেখান থেকেই সামনের দিনে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, দফায় দফায় নতুন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ, কথায় কথায় যে বিভিন্ন দল গুলো ব্যবহার করে সব কিছুরই জনক এবং স্বপ্নদ্রষ্টা বিএনপি ও তারেক রহমান বলে মন্তব্য করেন তিনি। বিএনপি কোনোদিন কারচুপি নির্বাচন করে নাই করতে চায়না ভবিষ্যতেও বিএনপি কারচুপি নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় না।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল নাটর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।