Search
Close this search box.

‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে আক্রমণ এত সহজ নয়: মরিয়ম

পাকিস্তান ‘পারমাণবিক’ শক্তিধর দেশ হওয়ায় কেউ এত সহজে দেশটিতে আক্রমণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।

বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক অনুষ্ঠানে মরিয়ম বলেন, ‘পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ পাকিস্তান সেনাবাহিনীকে দেশ রক্ষার শক্তি দিয়েছেন। পাকিস্তানের যেকোনো শত্রু আক্রমণ করার আগে ১০বার ভাববে। সবাই জানে যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, আমাদের অবশ্যই ইস্পাতের প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে (বাইরের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেছনে)।’

শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে পাকিস্তান শক্তিশালী হয়েছে উল্লেখ করে মরিয়ম আরও বলেন, ‘পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার ক্ষেত্রে নওয়াজ শরিফ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।’

ওই অনুষ্ঠানে, পাকিস্তান সরকার দেশের এক কোটির বেশি শ্রমজীবী পরিবারকে রেশন কার্ড বিতরণ করবে বলেও জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।