Search
Close this search box.

দুই পুত্রবধূসহ সোমবার দেশে ফেরার কথা রয়েছে খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) যুক্তরাজ্য থেকে দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় আনার চেষ্টা চলছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সহযোগিতা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। তবে সেটা সম্ভব না হলে তিনি উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, এখনও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হয়নি। আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি। তবে রোববার ও সোমবার ধরে প্রস্তুতি চলছে বলে। খালেদা জিয়া গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে যুক্তরাজ্যে যান। সেখানে যাওয়ার পর তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় উঠেন খালেদা জিয়া। হাসপাতালের লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

তবে লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ ছাড়পত্র দেওয়া হয়নি। দেশে ফিরলেও তার চিকিৎসা চলমান থাকবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য ওই সদস্য আরও জানান, তাঁর দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান দেশে আসছেন খালেদা জিয়ার সঙ্গে। প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা দেশে আসা-যাওয়ার মধ্যে থাকলেও দীর্ঘদিন পর দেশে আসছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা। এক এগারো সরকারের সময় লন্ডন চলে যাওয়ার পর তিনি আর দেশে ফেরেননি।

বিএনপি চেয়ারপারসনের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় রোজার ঈদের পর। এরপর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়। বলে জানা যায়।