হাসমত আলী প্রতিনিধি চট্টগ্রাম
অদ্য ০৪/০৫/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এসআই মুহাম্মদ মোশাররফ হোসেন, এএসআই সোহেল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা- ১০১৬/১৮, সিআর- ১৫৫৪/১৪, ধারা- এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী সৈয়দ ফজল আকবর’কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে বাকলিয়া থানা আরো ০১টি সাজা পরোয়ানা মূলতবী আছে।
Post Views: ৯