টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলেছিলেন, হুট করেই বুধবার ছেড়েছেন টেস্ট ক্রিকেট। রোহিত শর্মা জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটকে আরও কিছুদিন চালিয়ে যাবেন। কিন্তু চোট, ফর্মহীনতা এবং দলের কম্বিনেশনের কথা চিন্তা করে ভারতের ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেবে—এমন প্রশ্ন আগের দিন থেকেই চলছে।
বিসিসিআই তাদের অব্স্থান পরিষ্কার করেছে। রোহিতও জানিয়েছেন, ফিট থাকা সাপেক্ষে খেলা চালিয়ে যাবেন। ভারতের বোর্ড অবশ্য রোহিতের ব্যাপারে এই ফরম্যাটে অতটা কড়া নয়। গতকাল সাদা পোশাকের ক্রিকেট ছাড়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে বোর্ড। একই সঙ্গে তারা বলেছে, রোহিতই খেলছেন ওয়ানডেতে।
আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।
রোহিত শর্মা, ভারতের ক্রিকেটার
রোহিতের চাওয়া ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলা, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।’
এরপরই কথা ওঠে, ফিটনেস ইস্যুতে যিনি ভুগছেন তিনি কিভাবে দলে থাকবেন? আর থাকলেও কি নেতৃত্ব থাকবে রোহিতের হাতে? দুটি প্রশ্নের উত্তর দিতে একটি লাইনের বিবৃতি দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এক্সে রোহিতকে শুভেচ্ছা জানিয়ে বিসিসিআই বলেছে, ‘সাদা ফরম্যাটে একটা যুগের অবসান! রোহিত ওয়ানডেতে ভারতের নেতৃত্ব চালিয়ে যাবেন।’ সব পরিষ্কার। নেতৃত্ব দিতে হলে তো দলে থাকতেই হবে।
তবে কথা উঠেছে বাকি দুই ফরম্যাট নিয়ে। রোহিত চলে যাওয়ায় এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে ভারতকে। যদিও আইপিএল শেষে ইংল্যান্ড সফরে রোহিতের ডেপুটি খুঁজছিল রোহিতদের বোর্ড। তালিকায় কোনো সিনিয়র ক্রিকেটারকে রাখতে চায় না তারা, তাদের পছন্দ তরুণ কাউকে নেতৃত্বে আনা।
সেক্ষেত্রে দুটি নাম আছে পছন্দের তালিকায়—শুভমন গিল ও ঋশভ পান্ত। তাদের কেউ হতে পারে টেস্টের নতুন অধিনায়ক। ওয়ানডেতে রোহিত থাকবেন নেতৃত্বে। টি-টোয়েন্টিতে ভারতকে পথ দেখাচ্ছেন সূর্যকুমার যাদব। অর্থাৎ খুব দ্রুতই তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক পেতে যাচ্ছে ভারত।