লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২৫ এর শুভ উদ্বোধন করলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”এ প্রতিপাদ্যে কে সামনে রেখে লোহাগাড়া উপজেলা কম্পাউন্ডে এ “ভূমি মেলা” শুরু হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে (মঙ্গলবার) পর্যন্ত। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালী, জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমান ভূমিসেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার ও তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ অতি সহজেই ভুমি সংক্রান্ত সেবা পেতে পারে। ২৫ মে ( রবিবার) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত মহতী সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। সভায় উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সেতুভুষন দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রভাষক বাবলু শংকর নাথ,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নুরে আলম, ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী, ছাত্র প্রতিনিধি আল রামীম ইসলাম জিগার, আবদুল্লাহ আল নোমান সহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান গন, উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। লোহাগাড়া উপজেলা ভূমি অফিস ছাড়াও ৩টি ইউনিয়ন ভূমি অফিসে উক্ত কর্মসূচির আওতায় গ্রাহকদের সেবা প্রদান করা হচ্ছে। সেবা সমুহের মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান প্রদানসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভূমি মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।