ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযোগকারী সেতুতে ইউক্রেনের বোমা হামলা

ক্রিমিয়ার কের্চ সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা (এসবিইউ) জানিয়েছে, কয়েক মাসের গোপন পরিকল্পনার পর এই হামলা চালিয়েছে তারা। মঙ্গলবার (৩ জুন) ভোর ৪টা ৪৪ মিনিটে পানির নিচে স্থাপন করা বিস্ফোরক দিয়ে সেতুটির একটি অংশ উড়িয়ে দেয়া হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছেন, রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার মধ্যে সরবরাহ রুট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১২-মাইল দীর্ঘ সেতুটি ২০১৮ সালে নির্মাণ করে রাশিয়া। ইউক্রেন এটিকে বরাবরই অবৈধ দখলের প্রতীক হিসেবে দেখে আসছে।

প্রায় ১১০০ কেজি বিস্ফোরক দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কোনো বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেনি। এর আগেও ২০২২ এবং ২০২৩ সালে সেতুটিতে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী।

এসবিইউ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাসিল মালিউক জানিয়েছেন, তিনি নিজে এই অভিযান তদারকি করেছেন। হামলার পর এসবিইউযের প্রকাশিত ভিডিওতে দেখা যায়—বিশাল বিস্ফোরণের পর পানির নিচ থেকে ধোঁয়া ও পানি আকাশে উঠছে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর সেতুটি প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার সচল হয়।

৪ বিলিয়ন ডলার খরচে কের্চ সেতুটি নির্মাণ ছিল ক্রিমিয়া দখলের প্রতীক হিসেবে রাশিয়ার এক বিশাল কৌশলগত পদক্ষেপ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি লরি চালিয়ে নিজে সেতুটির উদ্বোধন করেছিলেন।