বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দেড়টার দিকে বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের ওয়াইজংশন এলাকার রাংলাই হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। এর মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান, একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
মারা যাওয়া তিনজন হলেন- ওই পাড়ার রেংয়েন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), মৃত পারও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) ও মৃত মেনরাও ম্রোর স্ত্রী রিয়েন ম্রো ওরফে রওলেং (৩৫)। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় রিয়েন ম্রোর।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৪ জুলাই) সকালে তিনি বলেন, একই সময়ে আরও কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।
পাড়ার বাসিন্দারা জানান, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়। এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ–সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
রাংলাই পাড়ার হেডম্যান রাংলাই ম্রো জানান, প্রায় আধা ঘণ্টা ধরে বিদ্যুৎ–সংযোগে স্ফুলিঙ্গ দেখা গেছে। বিষয়টি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের জানানোর পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। একই ট্রান্সফরমারের অধীন থাকা মধ্যমপাড়া ও চিংসংপাড়ায় কেউ নিহত না হলেও কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন