লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন আব্দুল আজিজ (৪৭) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুন্নবী আবদুল আজিজের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবদুল আজিজ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়া এলাকার মৃত মো. হাসানের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আবদুল আজিজ বাড়ির পার্শ্ববর্তী রাউজাইন্যা পাড়া এলাকার একটি বসতঘরে বিদ্যুৎ–সংযোগ স্থাপনের কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে

স্থানীয় বাসিন্দারা আজিজকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্হায় তাঁর মৃত্যু হয়।