জনাব তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মিরসরাইর বিএনপি নেতা নুরুল আমিনের নেতৃত্বে বড় তাকিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।,,,,,,, মিরসরাই প্রতিনিধি এন আলম রাসেল চৌধুরী,,,,,।চট্টগ্রাম মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে -২৪/৮/২০২৫ ইং সোমবার বিকাল ৩ ঘটিকার সময় মিরসরাই ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা নুরুল আমিনের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে ভিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য হারুনুর রশিদের সঞ্চালনায় আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ১২ নং ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন।এতে বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য রবিউল হোসেন সাইফুল,এতে বক্তৃতার মাধ্যমে আরো প্রতিবাদ জানান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, আরো উপস্থিত ছিলেন মিরসরাই থানা যুবদল নেতা শাহাদাত হোসেন ফয়সাল,১৫ নং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম মিঠা নালা ইউনিয়ন যুবদলের সদস্য সচি কামরুল ইসলাম বাপ্পি,সদস্য রেদওয়ান, ওয়াহিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউদ্দিন সহ উপস্থিত আসিফ নুরখান,মোশাররফ, তপু, রাশেদুল ইসলাম,ও মিরসরাই উপজেলা বিএনপি’র সর্বস্তরের সকল নেতাকর্মীদের উপস্থিতি ক্রমে মিরসরাই উপজেলা বিএনপি’র সদস্য মোঃ দিদারুল আলম চৌধুরী তার বক্তৃতার মাধ্যমে বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কোন প্রকার অপপ্রচার কিংবা কুরুচিপূর্ণ বক্তব্য মেনে নেয়া যাবে না, সবাইকে ঐক্যবদ্ধ থেকে এটার দাঁতভাঙ্গা জবাব দিতে হবে, তিনি আরো বলেন বর্তমানে একটি চক্র বিএনপি’র বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাই বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকা প্রতিবাদ করার ও আহ্বান জানান,পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে উক্ত ভিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি সুশৃংখলভাবে সম্পূর্ণ করেন।
