চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে আড়াইটার দিকে নগরীর টাইগারপাস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আশেক বলেন, ‘অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’